“সিসিডিবির সহযোগিতায় তালবীজ রোপণ কর্মসূচি”

“সিসিডিবির সহযোগিতায় তালবীজ রোপণ কর্মসূচি”
খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের উদ্যোগে নওগাঁর পোরশার ছাওড়-খাতিরপুর সংযোগ রাস্তায় ৫০০ এর অধিক তালবীজ রোপণ করা হয় ১১ই সেপ্টেম্বরে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন ৩নং ছাওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল হোদা, মেম্বার-০৪ নং ওয়ার্ড, মোঃ আশরাফুল ইসলাম, মেম্বার-০৬ নং ওয়ার্ড।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রুপন। এসময় প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা ও সিসিআরসি কমিটির নেত্রীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
পোরশার সিসিআরসির কমিটির উদ্যোগে এই বছর আরো প্রায় ২০০০ বীজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত বিভিন্ন সংযোগ রাস্তায় রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকবিলায় তালগাছ এই বরেন্দ্র অঞ্চলের ভূমিকা রাখবে বলে বিশ্বাস সিসিআরসির সদস্যদের।