জলবায়ু পরিবর্তন মোকাবেলায়- Enhanced Nationally Determined Contributions (NDC)-প্রণয়ন: প্রেক্ষাপট এবং প্রত্যাশা

publications

Print Friendly, PDF & Email

স্থান ও অঞ্চলভেদে আবহাওয়ার বিভিন্ন নিয়ামক বা সূচক সমূহের (Weather Indicators) সাময়িক এবং দীর্ঘমেয়াদি পরিবর্তন (Weather Variability and Climate Change) একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে বিবেচিত হলেও বিগত কয়েক শতকের পরিবর্তন ধারাবাহিক এবং
অস্বাভাবিক দ্রুত। এর প্রভাব ব্যাপক এবং ধ্বংসাত্মক। এ যাবৎ প্রকাশিত আইপিসিসি’র (IPCC- Inter Governmental Panel on Climate Change) বিভিন্ন প্রতিবেদনে স্পষ্ট ও সন্দেহাতীতভাবে বলা হয়েছে যে, মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে তাপ
ধারণকারী গ্রিন হাউস গ্যাসের (Green House Gases) যথেচ্ছ নির্গমন ঘটেছে যার ফলে আশঙ্ককাজনকহারে বাড়ছে পৃথিবীর গড় উষ্ণতা। যেখানে শিল্প বিপ্লবের আগে হাজার বছর ধরে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব ছিল কমবেশি ২৮০ ± ১০ পিপিএম, বর্তমানে তা ৪২০ পিপিএম ছাড়িয়ে গেছে (তথ্যসূত্র: NCEI, 2018), যা বিগত ৪ লক্ষ ২০ হাজার বছরেও দেখা যায়নি।

বায়ুমণ্ডলে তাপ বৃদ্ধিকারী (তাপ শোষণ ও তাপ ধারণকারী) এসব গ্রিন হাউস গ্যাস (Green House Gases)- যেমন কার্বন-ডাই-অক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), পার ফ্লোরোকার্বন (PFCs), হাইড্রো ফ্লোরোকার্বন (HFCs), এবং সালফার হেক্সা ফ্লোরাইড (SF6) ইত্যাদির উত্তরোত্তর বৃদ্ধির ফলে বৈশ্বিক গড় উষ্ণতা (Global Average Temperature) ইতোমধ্যে শিল্প-বিপ্লবপূর্ব পর্যায় (Pre-industrial Level) থেকে ১.১ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে (তথ্য সূত্র: WEF, 2018).

  • Publication date : 31st March, 2021
  • Publisher: The Center for Participatory Research and Development (CPRD)
  • Author(s): মোঃ শামছুদ্দোহা, আল ইমরান, মীর মেহরাফ শেরীফ, শেখ নূর আতায়ে রাব্বি
  • Download

Was this post helpful?